স্থানীয় সংবাদ

নবীন আইনজীবী ২০১০, ২০১২ এবং ২০১৩ প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ মঙ্গলবার দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবী ২০১০, ২০১২ এবং ২০১৩ প্রশিক্ষন কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জনাব কনিকা বিশ্বাস বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) সাইবার ট্রাইব্যুনাল,খুলনা, আলোচকবৃন্দ ছিলেন এ্যাড: এ, এম আহমেদ উল্লাহ পিলু, এ্যাড: এস,এম মোমরেজুল ইসলাম এবং এ্যাড: সমীর কান্তি ভট্টাচার্য বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, সভাপতি ছিলেন এ্যাড: মো: সাইফুল ইসলাম সভাপতি জেলা আইনজীবী সমিতি, খুলনা, সঞ্চালক ছিলেন এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, খুলনা। উক্ত প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয় খুলনা জেলা আইনজীবী সমিতির ২য় তলার লাইব্রেরীতে। প্রশিক্ষন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন এ্যাড: এনামুল হক, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড:এম,এম সাজ্জাদ আলী, এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: সেলিনা আক্তার পিয়া, এ্যাড: শামীম মোশারফ, এ্যাড: আহসান হাবিব, এ্যাড শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড:আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড:সমীর ঘোষ, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: সোহেল পারভেজ, এ্যাড:খোরশেদ আলম, এ্যাড:শিউলি আক্তার লিপি, এ্যাড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড:রোজীনা আক্তার রোজী, এ্যাড: রেহেনা চৌধুরী, এ্যাড: নাজিয়া আহম্মেদ বন্না, এ্যাড: নওশীন রহমান বর্ষা, এ্যাড:মুন্সী মোস্তাফিজুর রহমান, এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:উল্লাস কর বৈরাগী, এ্যাড:নাহিদুল ইসলাম রাসেল, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:আইয়ুব হোসেন, এ্যাড: জিহাদুল ইসলাল, এ্যাড: আব্দুল কুদ্দুস, এ্যাড:আব্দুস শফিক মোল্যা জনি, এ্যাড:আব্দুস সাত্তার, এ্যাড:প্রজেশ রায়, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: আশারাফুল আলম, এ্যাড: মনিনুর রহমান, এ্যাড:সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড:খাদিজা আক্তার টুলু সহ বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button