খালিশপুরে অর্ধশত স্পটে মাদক বিক্রির অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ কোটা সংস্কার ছাত্র আন্দোলন ঠেকাতে পুলিশ ব্যস্ত সময় পার করছে। এ সুযোগে খালিশপুরে মাদক কারবারিরা মাথা চড়া দিয়ে উঠেছে। খালিশপুর পরিত্যক্ত নিউ মার্কেট, ভরা পুকুর, প্লাটিনাম ২নং গেট, প্লাটিনাম ফাকা শ্রমিক কলোনী, হাউজিং বাজার, পার্কের মোড় জমিদার বাড়ি সংলগ্ন, বাবুস সালাম মসজিদ মোড়, পাওয়ার হাউজগেট, পিপলস গেট, ক্রিসেন্ট গেট, ভাটিয়াপাড়া মিস্টান্ন ভান্ডারের পিছনে, বাইতিপাড়া, দুর্বার সংঘ মোড়, নয়াবাটি মোড়, পুরাতন বাটার মোড়, বঙ্গবাসী মোড়, বাংলারমোড়, বাস্তহারা, কোহিনুর মোড়, হাউজিং বাজার, কোহিনুর মোড়, আলমনগর বাজার, হার্ডবোর্ড মিলগেট, ঝিলপুকুর সড়ক, লাল হাসপাতাল মোড়সহ অর্ধশতাধিক স্পটে মাদক বেচাকেনা হচ্ছে। পুলিশ প্রশাসন কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা নাশকতা করেছে তাদের গ্রেফতার করা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এ সুযোগে মাদক কারবারীরা অনেকটা প্রকাশ্যে এসব মাদক বিক্রি করছে। এমনটাই অভিযোগ সচেতন এলাকাবাসীর। খারিশপুর থানার ওসি আনোয়ার হোসনে বলেন, কোটা সংস্কার ছাত্র আন্দোলন ঠেকাতে পুলিশ ব্যস্ত সময় পার করছে। এ সুযোগে মাদক কারবারিরা মাথা চড়া দিয়ে উঠেছে কি না বিষয়টি তিনি দেখবেন বলে জানান।