আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা ও ‘পাকিস্তানি’ নিহত

প্রবাহ ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সেনা নিহত ও আরও দুই সেনা আহত হয়েছেন বলে খবর। এ ঘটনায় এক ‘পাকিস্তানি’ নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। গতকাল শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার আন্তর্জাতিক সীমান্তে (লাইন অব কন্ট্রোল) ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলাটি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি সমঝোতা হওয়ার আগে বিএটি এ ধরনের বেশ কয়েকটি হামলায় জড়িত ছিল। ভারতীয় বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “এটি একটি আগ্রাসি পদক্ষেপ এবং নিয়ন্ত্রণ রেখা নিয়ে হওয়া সমঝোতার পরিষ্কার লঙ্ঘন।” সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে। এ বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বা তথাকথিত ‘সন্ত্রাসীদের’ নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ন্ত্রণ রেখার মাছাল সেক্টরের কামকারির একটি সীমান্ত চৌকিতে অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে। এতে এক পাকিস্তানি ব্যক্তি নিহত ও আমাদের দুই সেনা আহত হয়েছেন। আহতদের সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান চলছে।” ভারত ‘কারগিল বিজয় দিবস’ পালন করার একদিন পর এ হামলার ঘটনা ঘটল। ওই দিবস পালনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কঠোরভাবে সতর্ক করে বলেন, “ভারতীয় সেনাবাহিনী প্রতিটি সন্ত্রাসী চ্যালেঞ্জকে পরাজিত করবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button