স্থানীয় সংবাদ
খুলনা বিভগে একদিনে ৩ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি ১৪ জন
স্টাফ রিপোর্টার ঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩ জেলায় ভর্তি হয়েছে ১৪ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৯১ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক জনের। খুলনা বিভাগীয় স্বাস্খ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগের তিন জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪ জন। এর মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৪ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে একজন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগের মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৯১ জন এবং মৃত্যু হয় একজনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪ জন। এছাড়া রেফার্ড করা হয় ২ জনকে।