স্থানীয় সংবাদ
দৌলতপুরে প্রার্থনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ পাবলা সার্বজনীন কালী মন্দিরে রবিবার (২৮ জুলাই) সকালে মন্দির কমিটির উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে জুড়ে ঘটে যাওয়া সহিংসতা, নাশকতা, অগ্নিসন্ত্রাসের কারণে যে সকল নিরীহ সাধারন মানুষের প্রাণহানী ঘটেছে, তাদের আত্মার শান্তি কামনাসহ অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি তিলোক গোস্বামী, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা সভাপতি আশুতোষ সাধু, অশোক কর, তপন দাস, উজ্জ্বল সাহা, অলোক কুন্ডু, মানিক সাহা, চন্দন সাধু, সন্তোষ সাহা, তপন দাস, সুধীর দে, সন্তোষ রায়, চম্পাসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শম্ভুনাথ চক্রবর্তী।