আন্তর্জাতিক

রুশ নৌবাহিনীর মহড়া শুরু

প্রবাহ বিদেশ : রাশিয়ার নৌবাহিনী আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের পাশাপাশি বাল্টিক ও ক্যাস্পিয়ান সাগরে পরিকল্পিত মহড়া শুরু করেছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,তারা তাদের নৌবহরের বেশিরভাগ অংশ নিয়ে মহড়াটি শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে অন্তত ৩০০টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ২০ হাজার কর্মী। এ ছাড়া ৫০টি বিমান ও ২০০টির বেশি সামরিক ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম প্রশিক্ষণে জড়িত থাকবে। এই মহড়ায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, সাবমেরিন-বিরোধী অস্ত্র এবং প্যাসিভ হস্তক্ষেপের অনুশীলনসহ ৩০০ টিরও বেশি যুদ্ধ অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। সব স্তরে নৌবাহিনীর সামরিক কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ পরীক্ষা করাই এই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেইসঙ্গে জাহাজের ক্রুদের প্রস্তুতি,নৌ বিমান চলাচলের ইউনিট এবং রাশিয়ান নৌবাহিনীর উপকূলীয় সেনাদের দক্ষতা পরীক্ষা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে, রাশিয়া নিজে থেকে বা চীন ও দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশের সাথে অসংখ্য সামরিক মহড়া চালিয়েছে। গত দুই মাসে, রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ড্রিল এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনার অনুশীলনের একটি সিরিজও পরিচালনা করেছে। বেলারুশের সঙ্গে সামরিক প্রশিক্ষণ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের পরে বিশ্বের তৃতীয় শক্তিশালী নৌবাহিনী রাশিয়ার রয়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। এমনকি রাশিয়ার উল্লেখযোগ্য ব্যালিস্টিক-মিসাইল পারমাণবিক সাবমেরিন বহরও রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button