আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রবাহ ডেস্ক : দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এ হামলায় তার একজন দেহরক্ষীও গুরুত্বর আহত হয়েছেন বলে হামাস এবং অন্য দুটি নিরাপত্তা সূত্রের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে রয়টার্স। সূত্র আরো জানিয়েছে, নিহত সামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে একই এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। এর আগে জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন। লেবাননে ফুয়াদ শুকর নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করে। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র। দেশটির দক্ষিণাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের। গাজায় ইসরায়েলি অভিযান ও হামলা শুরুর পরদিন থেকেই হামাস ও গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। এর পর থেকে পাল্টা হামলা শুরু করে আইডিএফও। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখ-ে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। অতর্কিত এই হামালার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনো চলছে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button