আন্তর্জাতিক

ইসরায়েলকে আরো ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রবাহ ডেস্ক : সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরো ২০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যান্টনি ব্লিনকেন প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের এফ-১৫ যুদ্ধবিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। এর সঙ্গে ৭৭৪ মিলিয়ন ডলার মূল্যের ট্যাংক কার্তুজ, ৬০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের বিস্ফোরক মর্টার কার্তুজ এবং ৫৮৩ মিলিয়ন ডলার মূল্যের সামরিক যানবাহন বিক্রির অনুমোদন দিয়েছেন। পেন্টাগন এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ও সদাপ্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা বিকাশ ও বজায় রাখতে ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্স-এ একটি পোস্টে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় মার্কিন প্রতিশ্রুতি বজায় রাখতে সাহায্য করার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং অস্ত্র সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ১০ হাজারের বেশি বিধ্বংসী দুই হাজার পাউন্ড বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জুনে রয়টার্সকে জানিয়েছিলেন। গাজা যুদ্ধে প্রচুর বেসামরিক লোক মারা গেছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় যুদ্ধ এড়ানোর জন্য ওয়াশিংটন অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা করছে। প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে গাজায় তিন-পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। কিন্তু তা বাস্তবায়নে এখনো ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই ঘোষণাটি এমন সময় এলো, যখন হামাসপ্রধান ও হিজবুল্লাহ কর্মকর্তাদের হত্যার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button