স্থানীয় সংবাদ

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের লুটকৃত সরকারি মালামাল উদ্ধার করলো নৌবাহিনী ও পুলিশের যৌথ টিম

উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে লুটকৃত সরকারি মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম। গত ৫ আগস্ট বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে ফটোকপি মেশিন, চেয়ার, ফ্যানসহ গুরুত্বপূর্ণ অনেক রকমের সরকারি মালামাল লুট হয়ে যায়। শুক্রবার (১৬ আগস্ট) আশপাশ থেকে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, রেডিও বেতার এলাকায় মাইকিং করে করে বলা হয়, যারা যারা খুলনা বেতারের সরকারি মালামাল নিয়েছেন তারা তারা সেগুলো স্বইচ্ছায় ফেরত দিয়ে যান। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। ফেরত দিতে আসলে আপনাদেরকে কোন কিছু বলা হবে না। তখন প্রথমে দুইজন বেতার থেকে নিয়ে যাওয়া কিছু মালামাল স্বইচ্ছায় ফেরত দিয়ে যায়। এরপর আশপাশ থেকে আরও ৫০ থেকে ১০০ জন স্ব ইচ্ছায় লুট করা সরকারি মালামাল যার যার মত ফেরত দিয়ে যায়। পরে পুলিশ ও নৌবাহিনী টিম এগুলো একত্র করে কর্তপক্ষকে বুঝিয়ে দেয়। এদিকে, নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গতকাল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে লুট করা মালামাল উদ্ধারে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষা ও যেকোনো নাশকতা প্রতিহত করতে সদা তৎপর বাংলাদেশ নৌবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button