আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

প্রবাহ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই সেনা নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত দুই সেনা হলেন, সার্জেন্ট মেজর ড্যানিয়েল আলৌশ ও সার্জেন্ট মেজর টম ইশ-শালোম। উভয়েই ইসরায়েলের বিমানবাহিনীর অভিজাত ইউনিট ৬৬৯-এ কর্মরত ছিলেন। ইসরায়েলের বিমানবাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে, গত মঙ্গলবার রাতে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি ১২৩তম স্কোয়াড্রন থেকে রাফাহ যায়। ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্বে ছিল তাদের। রাত সাড়ে ১২টার দিকে রাফাহতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে শত্রুদের কোনো গোলা আঘাত করেনি। অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে। এর অর্থ হলো এটি খুব উঁচু থেকে পড়েনি। অবশ্য দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আরোহী আহত হয়েছেন। দুজন সেনা নিহত ও অপর আট জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানা যায়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button