আন্তর্জাতিক

হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ¦লছে ইসরাইল

প্রবাহ ডেস্ক: ইসরাইলের নজিরবিহীন বিমান হামলার জবাবে সেদেশের সামরিক ঘাঁটি ও গুদাম লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল মঙ্গলবার সকালে এসব হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে উত্তর ইসরাইলে লেবানন থেকে ৬৫টির বেশি রকেট ছোঁড়া হয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে পাঁচটি রকেট শনাক্ত করা হয় এবং এরমধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে। বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গ্যালিলি এলাকায় ৫০টি রকেট শনাক্ত করা হয়। এর বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। তবে কিছু রকেট বিস্ফোরণ হলে বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছে জানিয়ে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের আফুলার মেগিদ্দো বিমনাঘাঁটিতে দুটি মিসাইল আঘাত হেনেছে। বন্দরনগরী হাইফার রমত ডেভিড এয়ারবেস ও অ্যামোস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের ছোঁড়া মিসাইল। এ ছাড়া কিরিয়াত শমোনা বসতিতেও রকেটে হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে গত সোমবার দিনভর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধার সংখ্যা কত, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলছে, এটি গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন। ইসরাইলের সামরিক বাহিনী বলছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা ১৬০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button