জলাবদ্ধতার পানি নিস্কাশন দাবিতে তালার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন

তালা প্রতিনিধি ঃ অতি বৃষ্টি জনিত জলাবদ্ধতা ও বন্যা উপদ্রুত অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং জরুরীভাবে পানি নিস্কাশনের দাবীতে ভুক্তভোগী গণমানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিণী বাজারে যুব পানি কমিটি ও ভুক্তভোগি এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। শিক্ষক মোঃ মতিয়ার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, জামায়াত নেতা মোঃ আব্দুল হালিম, ভুক্তভোগি এলাকাবাসী সরদার আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা শেখ সেলিম আকতার স্বপন, যুব পানি কমিটি নেতা মোঃ তোহা মোড়ল, মনিরা খাতুন, হৃদয় হোসেন ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাম্প্রতিক জলাবদ্ধতা জনিত বন্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২টি ইউনিয়নের ১৪৫টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় মৎস্য খামার, আমন ধান, সবজি ক্ষেত, গাছপালা ও রাস্তাঘাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে অন্তঃত পক্ষে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।