স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রবাহ ডেস্ক
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
অভয়নগর
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ এফ এম অহেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তাহসীন রেজা। আরো বক্তব্য রাখেন, শিক্ষার্থী আফরোজা আক্তার লিজা ও ফাতেমা সাকিব লিরা প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সকল কিশোরী ক্লাবের মেয়েদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
ডুমুরিয়া
ডুমুরিয়ায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার দুপুরে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও সাংবাদিক জিএম আব্দুস সালাম প্রমুখ।
বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি সোমবার সকাল সাড়ে ১০টায় মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, তথ্য কর্মকর্তা মিতালী মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসারের সহকারী ইন্সপেক্টর গুলশান আরা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, থানা প্রতিনিধি এস আই শফিকুল ইসলাম, হাঙ্গার প্রজেক্ট অফিসার সুপ্রিয়া দেবী সহ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্টানের পর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।
তালা
কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ- প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে তালায় জাতীয় কন্যাশিশু দিবস-২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার একাধিক কর্মসূচী পালিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, এনজিও প্রতিনিধি রনজিৎ দাস, প্রভাবী শীল ও স্কুলছাত্রী সুবর্ণা ফিরোজ ঐশী প্রমুখ। সভা শেষে- চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button