স্থানীয় সংবাদ

বেনাপোল কাস্টমস চেকপোস্টে জাল ভ্রমন ট্যাক্স এখনো চলছে

# সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি #

যশোর ব্যুরো ঃ বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে জাল ভ্রমন ট্যাক্সের মাধ্যমে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। চেকপোস্ট কেন্দ্রীক গড়ে ওঠা একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে প্রকাশ্যে। ভ্রমণ ট্যাক্স রশিদ জাল করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে।আনলাইনে সবচেয়ে বেশী জাল করা হচ্ছে ভ্রমণ ট্যাক্স। গতকাল রবিবার বিকেলে জাল ভ্রমন ট্যাক্সের মাধ্যমে বেশ ক’জন যাত্রী পার করার সময় জাল ট্যাক্সের রশিদ সহ আনিছুর রহমান নামে দালালকে আটক করে কাস্টমস কর্মকর্তরা। ভারতগামী যাত্রী রেখাশীল,পাসপোর্ট নাম্বার-এ-০০৮৯৩৭৪২ কে দ্রুত ইমিগ্রেশন ও কাস্টমস পার করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ হাজার ৩’শ টাকা আদায় করে পাসপোর্ট দালাল আনিছুর। সে ভ্রমন ট্যাক্সের টাকা ব্যাংকে জামা না দিয়ে অন্য এক যাত্রীর ট্যাক্সের রশিদ রেখা রানীর পাসপোর্টে শেটে দেয়। পরে ঐ যাত্রীকে পার করার সময় কাস্টমস কর্মকর্তারা হাতে নাতে যাত্রীসহ আনিছুরকে আটক করে। খবর পেয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে তার অনুসারীরা তাকে ছাড়িয়ে আনে। পরে ঐ যাত্রীকে নতুন করে ট্যাক্সের টাকা জমা দিতে হয়। আনিছুর বেনাপোলের দিঘীরপাড় গ্রামে বসবাস করে। সে দীর্ঘদিন ধরে জাল ভ্রমন ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে আসছে। প্রতিদিন আনিছুরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসে অবাধে প্রবেশ করে জাল ভ্রমন ট্যাক্স’র মাধ্যমে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। শুধু তাই নয় প্রতিদিন বড়বড় চোরাচালানীদের ব্যাগেজ পার করে থাকে। প্রতি ব্যাগেজ ৫/১০ হাজার টাকা পর্যন্ত চুক্তিতে ব্যাগেজ পার করে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা কামরুন্নাহার জানান, জাল ভ্রমন কর সহ সহ একজন দালাল ও পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে ঐ যাত্রীকে নতুন করে ভ্রমন ট্যাক্স কাটিয়ে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আমরা এ্সব বিষয়ে জিরো টলারেন্সে কাজ করছি। তবে কাস্টমস এলাকাকে দালালমুক্ত করতে তৎপরতা চালানো হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, আমি নতুন দায়িত্ব পেয়েছি। তবে আমরা শুনেছি জাল ভ্রমন ট্যাক্সের মাধ্যমে দালাল সহ এক যাত্রীকে আটক করা হয়। পরে নতুন করে ট্যাক্স কাটিয়ে যাত্রীকে ছেড়ে দওয়া হয়। বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর মো: সজিব নাজির জানান,দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে বিদেশ ভ্রমন ট্যাক্স জালিয়াতির একটি শক্তিশালী চক্র সরকারের রাজস্ব ফাকি দিয়ে আসছে। এ ধরনের একটি গোপন সংবাদ আমাদের কাছে আছে। কিন্ত বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের দায়িত্ব, আমাদের নয়। উল্লেখ্য ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভ্রমন ট্যাক্স চেকিং এর কোন কার্যক্রম নেই। কাস্টমস এর পক্ষ থেকে প্রতিটি পাসপোর্ট যাত্রীর ভ্রমন ট্যাক্স পরীক্ষা নিরীক্ষা করাটা জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button