জাতীয় সংবাদ

ফেনীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত সেতু আবু সাঈদের নামে উদ্বোধন

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ফেনীর পরশুরামে একটি সেতু উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের হোসনেয়ারা-মনজুরুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে এ সেতু নির্মাণ করা হয়। ২২ লাখ টাকা ব্যয়ে লোহা দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে এ সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুর নাম দেওয়া হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি সেতু’। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলম পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে ও ব্যক্তিগত অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। সেতু উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতেন। এতে শিশুসহ বৃদ্ধদের দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু গত ২০ আগস্টের ভয়াবহ বন্যায় সাঁকোটি ভেঙে গেলে এলাকার দুই পাড়ের বাসিন্দাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামের লোকজন বিষয়টি চট্টগ্রামের সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলমের কাছে দাবি জানালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণ করে দেন। এতে দুই পাশের সাতটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে সুবিধা হবে। স্থানীয় আকরাম হোসেন জানান, পরশুরাম মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো পাগলীরকূল-পূর্বপাড়া ও উত্তর শালধর-মালিপাথরের মধ্যবর্তী সেতু। দীর্ঘদিন ধরে এখান দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হতো। লোহার পাত দিয়ে সেতু নির্মাণ করে দেওয়ায় এখন অনায়াসে যাতায়াত করতে পারবেন এতে তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button