খুলনা বিভাগে ডেঙ্গু একদিনে ভর্তি ৮১ : মৃত্যু নেই

# এ পর্যন্ত মোট ভর্তি ২৪৬৮, মৃত্যু ৮ #
স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮১ জন। চলতি বছরের গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮১ জন এবং এ সময়ে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। খুলনা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক দপ্তরের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ওই সূত্র মতে. রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে ৯ জেলায় এবং দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮১ জন। এর মধ্যে খুলনায় ১৬ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১৩ জন, ঝিনাইদহ ৪ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ১০ জন ও মেহেরপুরে ৮ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ১১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৪৬৮ জন এবং মোট মৃত্যু হয় ৮ জনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৬ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২০ জন। এছাড়া অন্যত্র রোগী রেফার্ড করা হয়েছে ৩৪ জনকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ৪৫ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৮৪ জন। মৃত্যু হয় মোট ৫ জনের।