স্থানীয় সংবাদ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ, হুমায়ুন কবির, বরকত আলী, অপু বালা, নজরুল ইসলাম, দিলীপ পাল, এক যৌথ বিবৃতিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের টঙ্গীবাড়ী এলাকায় যৌথবাহিনির সাথে সংঘর্ষে শ্রমিক কাউসার মিয়া নিহত এবং ৩০জন শ্রমিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন এই হত্যাকান্ড ফ্যাসিবাদ বিরোধী গড়ে উঠা ছাত্র -শ্রমিক -জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে ম্লান করে দিয়েছে। এই ধরনের অগণতান্ত্রিক ঘটনা ফ্যাসিবাদের সহযোগীদের চক্রান্তের বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ বলেন, যেসকল গার্মেন্টস মালিকরা বিগত স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক ছিল এবং যেসকল গার্মেন্টস মালিকরা দীর্ঘদিন বেতন -ভাতা বকেয়া রেখে শ্রমিকদের দূর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শান্তি দিতে হবে। প্রতিটি গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন করার অধিকার,নিয়োগপত্র প্রদান, এবং বাজারদর অনুযায়ী মজুরি দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের উপর হামলা এবং হত্যার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। নিহত শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণসহ আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ নিহত শ্রমিক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button