আন্তর্জাতিক

ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি ভুলেদার দখল করলো রাশিয়া

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কে কিয়েভের শক্তিশালী ঘাঁটি ভুলেদারের দখল নিয়েছে রাশিয়া। গতকাল বুধবার রুশ সেনারা এটি দখল করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের ক্রাউড-সোর্সড ট্র্যাকিং সাইট ডিপস্টেটের বিশ্লেষকরা। রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস এই খবর জানিয়েছে। ইউক্রেনের ৭২ম মেকানাইজড ব্রিগেডের সেনারা ভুলেদারকে রক্ষা করার দাবি করেছে। গতকাল বুধবার বিবিসিকে শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে তারা। এ সময় কিয়েভ সেনারা পায়ে হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বলেও উল্লেখ করেন রুশ সেনারা। তবে এ বিষয়ে মস্কো বা কিয়েভ কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একটি ‘দুর্গ শহর’ হিসেবে পরিচিত ভুলেদারের চারপাশের পরিবেশ এবং উঁচু অবস্থানের কারণে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শহর দখল মস্কোর জন্য একটি বড় সাফল্য হিসেবে চিহ্নিত হবে। আড়াই বছরের ধরেই কৌশলগত সাবেক কয়লা-খনির শহরটি দখলে নিতে একাধিক প্রচেষ্টা চালিয়েছে রুশ সেনারা। ফাইন্যান্সিয়াল টাইমস-এর পূর্বের একটি প্রতিবেদন বলা হয়, এই শহর দখলের জন্য হাজার হাজার সেনা এবং শত শত ট্যাংক ও সাঁজোয়া যান ব্যবহার করেছিল মস্কো। চলতি মাসের শুরুতে মস্কো টাইমসের সঙ্গে একটি সাক্ষাতে ভুলেদারকে ডনবাস অঞ্চলের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের সামরিক বিশ্লেষক ইভান স্টুপাক। এই শহরের দখল এই অঞ্চলে রাশিয়ার আরও অগ্রগতির পথ পরিষ্কার করবে বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশ সত্ত্বেও আগস্ট ও সেপ্টেম্বরে পূর্ব ইউক্রেনে অগ্রগতি করে চলেছে মস্কো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ সেনারাও ভুলেদার থেকে প্রায় ৫০কিলোমিটার উত্তরে অবস্থিত পোকরভস্কে কিয়েভের প্রধান লজিস্টিক হাব দখলে নেওয়ার পথে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button