স্থানীয় সংবাদ

সমাধানে ৫ দফা দাবি খুবি শিক্ষার্থীদের

উত্তরবঙ্গের বন্যা

স্টাফ রিপোর্টারঃ উত্তরবঙ্গের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খুবির হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা ৫ দফা দাবিগুলো: তিস্তা কমিশন গঠন করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা পাড়ের মানুষের একদিকে নদী ভাঙনে বিলীন হচ্ছে ভিটা মাটি অন্যদিকে বন্যায় ভেসে যাচ্ছে সর্বস্ব। তাই প্রতিকারের নিমিত্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্থায়ী পুনর্বাসনের আওতায় আনতে হবে। শুষ্ক মৌসুমে মৃতপ্রায় তিস্তা, বর্ষায় আগ্রাসী হয়ে ওঠে। তাই নদী খনন করে নাব্যতা ফিরিয়ে এনে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। নদী রক্ষা বাঁধের নামে নদীর উৎসমুখ বন্ধ করে ঘাঘট-মানস-বাইশাডারার মতো শাখা নদীগুলোকে তিস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই অপরিকল্পিতভাবে নদী রক্ষা বাঁধ ও ব্যারেজ নির্মাণ বন্ধ করতে হবে। ২০১৪ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। ভারত একতরফা পানি প্রত্যাহার প্রতিবাদে এবং তিস্তা চুক্তির জন্য বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ নিতে হবে।মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফি তাহিয়াতসহ সাধারণ শিক্ষার্থীরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button