মণিরামপুরের পল্লীতে বাড়ীর সবাইকে অজ্ঞান করে ৫ লাখ টাকার মালামাল চুরি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরের পল্লীতে চেতনানাশক মিশিয়ে এক বাড়ীর সবাইকে অচেতন করে মোটরসাইকেল,মোবাইল ফোন,স্বর্ণালোংকার ও নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। উপজেলার কাশিপুর গ্রামের উত্তর পাড়ার জহির আলী সরদারের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ীর সকলেই অসুস্থ হয়ে পড়েছে। গুরুত্বর অসুস্থ জহির সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জহির সরদারের বড় ছেলে জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে ২জন অজ্ঞাত মহিলা ভিক্ষা নিতে আসে। ওই ভিখারীদ্বয় বারান্দার ডাইনিং টেবিলের পাশে অবস্থান নেয়। অতঃপর তারা চাল নিয়ে দ্রুত সটকে পড়ে। এরপর বাড়ীর সবাই একে একে ডাইনিং টেবিলে রাখা দুপুরের খাবার খেয়ে সকলেই অচেতন হয়ে ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে জহির সরদারের ছেলে আব্দুল্লাহ ওরফে সিজার ও তার ভাই কসমেটিক ব্যবসায়ী আলমগীর টের পেয়ে দেখে তাদের বাড়ীর ১টি ( ডিসকভারি ১২৫ সিসি) মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা স্বর্ণালোংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাড়ীর কর্তা জহির সরদার ও তার স্ত্রী নুরজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে বাড়ীর ২ গৃহবধু । ধারনা করা হচ্ছে ভিখারী সেজে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের দুই নারী সদস্য ওই বাড়ীর ডাইনিংএ রাখা খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সকলকে অজ্ঞান করে এই চুরি সংঘটিত করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।