খালিশপুরে রিক্সা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

রিক্সা উদ্ধার, একজনের স্বীকারোক্তীমুলক জবানবন্দী প্রদান
স্টাফ রিপোর্টারঃ খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১ সেপ্টেম্বর’২৪ ব্যাটারি চালিত রিক্সা ছিনতাই মামলার আসামী মোঃ রুহুল আমিন হাওলাদারকে (৪২)ও মোঃ বাবু (৫১)কে গ্রেফতার করেছে। রুহুল আরাফাত আবাসিক এলাকার বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে আর বাবু গোবরচাকা নবীনগর এলাকার বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামী বাবুর হেফাজত হতে ২ অক্টোবর লুণ্ঠিত ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়। মামলাটি তদন্তাধীন। উল্লেখ্য, যাত্রীবেশে সন্ধ্যার পর রিকশা ভাড়া করে খালিশপুর থানা এলাকার নূরনগরে নির্জন ফাঁকা রাস্তায় নিয়ে রিকশা চালক আতিয়ার শেখ (৫০) কে পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি ব্যাটারি চালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। দ্রুততম সময়ে লুণ্ঠিত রিকশাটি উদ্ধার হওয়ায় আহত রিকশা চালক এবং স্থানীয় লোকজন খুলনা মেট্রোপলিটন পুলিশকে সাধুবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । খালিশপুর থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, আসামী দু’জনকে গ্রেফতার ও রিক্সা উদ্ধার করতে সক্ষম হয়েছি। দু’জনের মধ্যে বাবু নামের একজন আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে তিনি জানান।