স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা বিএনপির সাথে গতকাল বুধবার বিকাল ৩ টায় স্থানীয় বিআরডিবি হল রুমে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা শেষ পর্যন্ত বিএনপির দলীয় কোন্দলে ভুন্ডুল হয়েছে । সরেজমিনে গিয়ে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুন্দর ও সার্থক ভাবে উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত সভা শুরু পূর্ব থেকেই সভার ব্যানারে নাম নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিত-া ও উত্তেজনা বিরাজ করতে থাকে । এক পর্যায়ে সভা স্থলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রতিপক্ষ ব্রজেন ঢালীর নেতৃত্বে অপর পক্ষকে হামলা চালায় । এতে জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু সহ উভয় পক্ষের বেশ কিছু নেতা মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় । এদের মধ্যে জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এরিপোর্ট লেখা পর্যন্ত সুলতান মাহমুদ বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের ডেকে এনে এধরনের ঘটনাকে ধিক্কার জানিয়েছে । অপরদিকে জেলা বিএনপি নেতার আহতের খবর পেয়ে তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান বটিয়াঘাটা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামীম, মোঃ সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সাধারন সম্পাদক পলাশ মহলদার, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওয়ালিয়র রহমান, নূর আলম ভূঁইয়া, আমীরুল ইসলাম সজীব, মোঃ রিপন হাওলাদার প্রমুখ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button