জাতীয় সংবাদ
ট্রাফিক আইন ভাঙায় মামলা ৯৭২, জরিমানা ৩৮ লাখ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৯৭২টি মামলা ও ৩৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এ ছাড়া অভিযানকালে ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।