জাতীয় সংবাদ

রিকশাচালক হত্যায় শেখ হাসিনাসহ ২৬ জনের নামে শাহবাগ থানায় মামলা

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বোন নিকুফার বেগম মামলাটি দায়ের করেন। বিচারক মো. আক্তারুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, মুরাদ খান, জাহিদ খান ইউসুফ, হাবিব বেপারী, রিয়াজুল ইসলাম শহীদ, সারাফাত ইসলাম ডলার, রানা হাওলাদার, রাজা জমাদ্দার, শাহাদাৎ বেপারী, জাহিদা খান, গোলাম মাওলা মিঠু, মিরাজুল হাওলাদার, সুজন আকন, তানভীর বেপারী, সাহিন আকন, প্রাণ বল্লভ দাস, মনির হাওলাদার, শাখাওয়াত হাওলাদার, রাসেল মোল্লা, সুজন মোল্লা, ওবায়দুর রহমান, শাহজাহান হাওলাদার। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিলে ছিলেন রিকশাচালক মনিরুজ্জামান মনির। আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ ও র‌্যাব সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মনির। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button