খেলাধুলা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাঘিনীরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : গতকাল শুরু হয়েছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১১৯ রান। টার্গেট টপকাতে নেমে স্কটিশ মেয়েরা ১০৩ রানের বেশি করতে পারেনি। ১৬ রানের জয়ে বিশ্বকাপের শুরুটা রাঙালো বাংলার বাঘিনীরা। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী দুই ব্যাটার সাথী রাণী ও মুর্শিদা খাতুন দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। দলীয় ২৬ রানে মুর্শিদাকে ফিরতে হয় সাজঘরে, ১৪ বলে ১২ রান করে। এরপর ৬৮ রানের আগপর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, সাথী রানীর সাথে সোবহানা মোস্তারির ৪২ রানের জুটি ভাঙে ৩২ বলে ২৯ রান করে সাথী বিদায় নিলে। সোবহানাও দলীয় রান তিন অঙ্কে যাওয়ার আগে ধরেন সাজঘরের পথ। তার আগে ৩৮ বলে ৩৬ রান করেন দুটি চারের সহায়তায়। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তিনিই। তাজ নেহার গোল্ডেন ডাকের শিকার হন, শেষদিকে স্বর্ণা আক্তার, ঋতু মণিরা আহামরি কিছু করতে পারেননি। নিগার সুলতানা জ্যোতি ক্রিজে নামেন ৫ নম্বরে। তাতে বেশিক্ষণ খেলার সুযোগ পাননি। ইনিংসের শেষ বলের আগের বলে ১৮ বলে ১৮ রান করে আউট হন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান। স্কটিশদের পক্ষে সাসকিয়া হরলি শিকার করেন তিনটি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের কাজ সহজ করে তোলেন বোলাররা। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড, এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। উদ্বোধনী ব্যাটার সারাহ ব্রাইস এক প্রান্ত আগলে রাখলেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষমেশ তাই জয় থেকে দূরে থেকেই ম্যাচ শেষ করতে হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশ দলের হয়ে ঋতু মণি শিকার করেন জোড়া উইকেট। বাংলাদেশ অধিনায়ক জ্যোতির জন্য এই ম্যাচ ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচেই নাহিদা আক্তার পান নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের দেখা। সহজ জয়ের ম্যাচে অবশ্য বাংলাদেশের আক্ষেপ অবশ্য বেশ কয়েকটি ক্যাচ মিস। আগামীকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button