স্থানীয় সংবাদ
োআড়ংঘাটায় ৪টি ব্যাটারীসহ রিক্সা চোর গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ৬ অক্টোবর সন্ধায় আড়ংঘাটা থানাধীন বিল পাবলা শহিদের মোড় কালভার্টের উপর রিক্সায় খোলা অবস্থায় চোরাই ৪ টি ব্যাটারী নিয়ে যাওয়ার সময় মোবাইল ডিউটিরত আড়ংঘাটা থানা পুলিশ খোরশেদ শেখকে (৪৫) সন্দেহজনকভাবে আটক করে। অতঃপর ব্যাটারীর মালিক শেখ এবাদুল রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ব্যাটারী চালিত চোরাই রিক্সা চিনতে পেরে থানায় বাদী হয়ে চোরের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত খোরশেদ বাগেরহাট জেলার উৎপুল গ্রামের মৃত গহর শেখের ছেলে বলে ওসি নিশ্চিত করেছেন।