আন্তর্জাতিক

গাজা যুদ্ধের এক বছর নিয়ে যা বললেন বাইডেন, ট্রাম্প ও কমলা

প্রবাহ ডেস্ক : গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এ নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। খবর বাসসের। সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ও ইসরায়েল একটি ভয়াবহ যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে, এবং ধারণা করা হচ্ছে যে এটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরও প্রভাব ফেলবে। হোয়াইট হাউসে ইহুদি সম্প্রদায়ের শোক পালন অনুষ্ঠানে বাইডেন মোমবাতি প্রজ¦লন করেন এবং হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা করেন। অনুষ্ঠানে তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেও শান্তির আহ্বান জানান। বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘গত এক বছর ধরে চলা এই যুদ্ধে অনেক বেসামরিক মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি সেই ‘অবর্ণনীয় নৃশংসতার’ নিন্দা করেছেন এবং ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি ৭ অক্টোবরকে ‘ফিলিস্তিনি জনগণের জন্য একটি কালো দিন’ বলে অভিহিত করেন এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তি যেকোনো ধরনের স্থিতিশীলতা আনার জন্য সেরা পন্থা, এবং জিম্মিদের মুক্ত করতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।’ এদিকে, ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে ইহুদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প বলেন, ‘আমরা কখনো ৭ অক্টোবরের বিভীষিকা ভুলতে পারব না। যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, এই হামলা কখনো ঘটত না।’ তিনি ইসরায়েলের সামরিক অভিযানের প্রশংসা করেন এবং বলেন, ‘একটি নতুন, আরও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য আমাদের নাগালের মধ্যে রয়েছে।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button