জাতীয় সংবাদ

অক্টোবরেই চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন

প্রবাহ রিপোর্ট : ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনটি শিগগিরই চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এটি চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই চালুর চেষ্টা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফএকথা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের মানুষের প্রতি যে প্রতিশ্রুতি, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের স্টেশনগুলো চালু করা, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কাজীপাড়া সীমিত পরিসরে চালু করেছি। তা যাত্রীদের বেশ উপকারে আসছে। মিরপুর ১০ নম্বর স্টেশনের কাজও প্রায় শেষের দিকে। আগামী ১০ অক্টোবর আমরা প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু করবো। তারপর তা উপদেষ্টা মহোদয়ের নজরে দেবো। চেষ্টা আছে এই অক্টোবরেই এটি চালু করার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button