মামলার তদন্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জের সাথে অসৌজন্যমুলক আচরন

# খুলনার অতিরিক্ত সিএমএমের অপসারণ দাবি বিএনপি #
খবর বিজ্ঞপ্তি ঃ মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার অফিসার ইনচার্জ এর সাথে খুলনার অতিরিক্ত সিএমএম আনিছুর রহমানের পক্ষপাতিত্বমুলক আচরনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের মধ্যে পতিত স্বৈরাচারের যে ভুত বসে আছে তাদের একজন অতিরিক্ত সিএমএম। পতিত সরকারের দোসর এ সকল ভূতদের তাড়াতে না পারলে অর্ন্তরতীকালীন সরকারের কোন প্রচেষ্টা সফল হবে না। সোমবার (৮ অক্টোবর) বিএনপি প্রদত্ত বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৬ বছর ধরে জনগণের ওপর যারা অত্যাচার-নিপীড়ন-অবিচার করেছেন, দুর্নীতি-লুটপাট করেছে সেই ভুতেরা এখনো প্রশাসনের মধ্যে আছে। খুলনার অতিরিক্ত সিএমএম আনিছুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার দোসর উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিএনপির দায়েরকৃত একটি মামলার গত রবিবার আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে অতিরিক্ত সিএমএম আনিছুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা এবং খুলনা থানার ওসির সাথে যে আচরন করেছেন তাতেই স্পষ্ট হয়েছে তিনি পতিত সরকারের দোসর ছিলেন। ১৬ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এর গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছিলো। বিশেষ করে মিথ্যা ও হয়রানিমূলক নাশকতা মামলায় অতিষ্ঠ ছিলো দেশের সিংহভাগ মানুষ। কিন্তু ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত মামলার আসামীকে আদালতে হাজির করার পরে অতিরিক্ত সিএমএম আনিছুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসিকে যে ভাষায় কটাক্ষ করেছেন তা বিচার বিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে খুলনার আদালত থেকে অতিরিক্ত সিএমএম আনিছুর রহমানকে অপসারণ দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।