স্থানীয় সংবাদ

কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হোসেনাবাদ গড়েরপাড়ার আবদুল ওহাবের ছেলে সুমন (৩৫), নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)। দৌলতপুর থানার এসআই খসরু আলম জানান, হোসেনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেওয়া একটি ঘরে অবস্থান নেন তারা। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন অন্য ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। অন্যদিকে জহুরা খাতুন নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে মারা যান। এসব বজ্রপাতে আরও চারজন আহত হয়েছেন। দৌলতপুর থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button