জাতীয় সংবাদ

পরিবর্তন করতে না পারলে ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে: ড. এম সাখাওয়াত

প্রবাহ রিপোর্ট : রাষ্ট্র পরিচালনার জন্য নয়, রাষ্ট্র সংস্কার করার জন্য ছাত্ররা রক্ত দিয়েছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অনেক রক্ত ঝরেছে। আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে এই রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’ গতকাল শনিবার রাজধানীর সিরডাপে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কেমন চাই?’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এ সেমিনারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান আদিব ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ অংশ নেন। পাশাপাশি দেশের রাজনৈতিক দল ও ছাত্র সমাজের প্রতিনিধারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ছাত্ররা যে রক্ত দিয়েছে সেটি সংস্কার করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল… আছে, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, অনেক জায়গায় মাটির সঙ্গে মিশে গেছে; সেটাকে দাঁড় করানো। এটা চাট্টিখানি কথা নয়।’ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘সংস্কারের যে আলাপ হচ্ছে, সেগুলো আমার বিশ্বাস তারাও ধারণ করবেন। তবে দুয়কটি জায়গায়, যেগুলো আমরা সবাই দেখেছি, এগুলো শোধরাতে সময় লাগবে। আমি প্রত্যেককে ওৎপ্রোতভাবে এর সঙ্গে জড়িত থাকার আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন- আজ হোক, কাল হোক। কাজেই দায়-দায়িত্ব নেওয়া তাদের আজ থেকেই শুরু করতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button