স্থানীয় সংবাদ

বিশেষ টাস্কফোর্স খুলনা কর্তৃক সভা ও বাজার তদারকি

# ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে পাকা রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক লাভে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স, খুলনা কর্তৃক শনিবার (১২অক্টোবর) খুলনা মহানগরীর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতির কারণ এবং কিভাবে পণ্যের দাম স্থিতিশীল রাখা যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়। ব্যবসায়ীগণ বিভিন্ন মতামত প্রদান করেন। এসময়ে ব্যবসায়ীদেরকে ক্রয়-বিক্রয়ের সকল পর্যায়ে বাধ্যতামূলকভাবে পাকা রশিদ সংরক্ষণ, আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক লাভে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মীর আলিফ রেজার নেতৃত্বে বিকাল ৫টায় বিশেষ টাস্কফোর্সের সদস্যবৃন্দ মহানগরীর কেসিসি সন্ধ্যা বাজারে সরেজমিন পরিদর্শনে যান। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ ও কাঁচা শাক-সবজির দাম যাচাই-বাছাই করা হয় এবং ব্যবসায়ীদেরকে অনতিবিলম্বে পাকা রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (কেএমপি মিডিয়া এন্ড সিপি) মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, খুলনা) মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার, ডুমুরিয়া সোহেল মোঃ জিল্লুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, ক্যাব খুলনা এর সদস্য জেড. এন. সুমন, শিক্ষার্থী প্রতিনিধি জনাব হৃদয় ঘরামি ও আরিফুল ইসলাম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। বিশেষ টাস্কফোর্স নগরীর সকল পাইকারি ও খুচরা বাজার, আড়ত ও কোল্ড স্টোরেজে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button