নগরীর আলোচিত আলামিন হত্যা মামলার মূল আসামিরা প্রকাশ্যে : ফাঁসির দাবিতে পোস্টারিং

কিলাররা গ্রেফতার না হওয়ায় আতংকে পরিবার
স্টাফ রিপোর্টার : খুলনায় আলোচিত আলামিন শেখ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে নগরীর ২৭, ২৮ ও ২৪ নং ওয়ার্ডবাসী ফুঁসে উঠেছে। এ তিনটি ওয়ার্ডের সাধারণ মানুষের পক্ষ থেকে খুনিদের ফাঁসির দাবিতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পাড়া-মহল্লার বিভিন্ন অলি-গলি পোষ্টের পোষ্টারে ছেয়ে গেছে। এসব পোষ্টারে আসামীদের ছবি সম্বলিত গলায় ফাঁসির রশি লাগিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভূক্তভোগী ও এলাকাবাসী। এদিকে, হত্যাকান্ডের ঘটনার দু’ মাস পার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারীরা এখনও গ্রেফতার হয়নি। উপরন্তু কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অন্যদিকে, আসামিদের হুমকিতে আত্মগোপনে রয়েছেন বাদি ও তার পরিবারের সদস্যরা। এজাহারভূক্ত সকল আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাদিপক্ষ।
সরেজমিনে নগরীর আদালত পাড়া, ডিসি অফিস এলাকা, নগর ভবনের সন্নিকটে, পূর্ববানিয়া খামার, মিস্ত্রি পাড়া, বাগমারা, শীতলাবাড়ি মোড়, দোলখোলা, ইসলামপুর মোড়, সাত রাস্তা, শঙ্খ মার্কেট, হাদিস পার্ক, সার্কিট হাউজ রোড, সদর থানা মোড়, ব্যাংক রোডসহ বিভিন্ন অলিগলিতে চোখে পড়েছে পোষ্টার। আসামীরা হলেন, খুলনার কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট, ভূমিদস্যু ও ২৪ং নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সন্ত্রাসী মিরাজ, খুনে রিয়াজুল, সন্ত্রাসী তরিক, সন্ত্রাসী রাসেল শেখ, মেহেদী, লাবু, হেলাল, আলম, আতা, মনি সহ আরও অনেকে। সন্ত্রাসী জেড এ মাহমুদ ডনসহ এই মামলার অধিকাংশ আসামি সাবেক ছাত্রনেতা রোহান হত্যা মামলার আসামী ছিলেন। নিহত আল-আলামিনের ভাই তৌহিদ শেখ অভিযোগ করেন, ভাই হারানোর বেদনায় তাদের পরিবারটি তছনছ হয়ে গেছে। তারপরও আসামি ও তাদের সহযোগিদের হুমকিতে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় যে কোন মুহুর্তে হত্যাকারীদের দ্বারা ক্ষতির আশংকা করছেন তারা।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে সন্ত্রাসী ডনের নেতৃত্বে তার সহযোগী আসামীরা নিহত আলামিনকে ধরে নিয়ে পূর্ব বানিয়াখামার লোহার গেট সংলগ্ন মামুনের রিকশার গ্যারেজের মধ্যে নিয়ে যায়। সেখানে চাপাতি, রাম-দা, লোহার রড দিয়ে আলামিন শেখকে নির্মমভাবে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।