জাতীয় সংবাদ

বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-মহড়া

প্রবাহ রিপোর্ট : প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশালে নৌ-মহড়া দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টায় কীর্তনখোলা নদীতে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এ ২২দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিন মা ইলিশ রক্ষায় আমাদের সবাইর সচেষ্ট হতে হবে। নদীতে জাল ফেলা যাবে না। এজন্য প্রকৃত জেলেদের মধ্যে চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ৫৬ হাজার ৭০০ জেলেকে চাল দেওয়া হবে। প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবেন। ইতোমধ্যে ১৬ হাজার ৫০০ ৭৪ জনকে চাল দেয়া হয়েছে। আগামী দুই-চারদিনের মধ্যে বাকিদের দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button