বয়স বেশি থাকার পরও কৃষি বিশ^বিদ্যালয়ে নিজ ছেলের চাকরি

# রেলিগেট জয়েন্ট ট্রান্সপোর্টের সভাপতি বজলু নাশকতার মামলার আসামি, নিঃস্ব অবস্থা থেকে বিপুল সম্পদ এর মালিক একেবারে আঙ্গুল ফুলে কলাগাছ #
স্টাফ রির্পোটার ঃ মেসার্স রেলিগেট জয়েন্ট ট্রান্সর্পোটের সভাপতি, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলু হাওলাদার ও সহ-সাধারণ সম্পাদক মোঃ সাগর মিয়ার বিরুদ্ধে অনিয়ম দূর্র্নীতির বিরুদ্ধে ফুসে উঠছে শ্রমিকরা । সাবেক শ্রম প্রতিমন্ত্রীর এর প্রভাব খাটিয়ে কৃষি বিশ^বিদ্যালয়ে মোঃ বজুল হাওলাদার এর ছেলে মোঃ জুয়েল হাওলাদার এর বয়স বেশি হওয়ার পরেও অফিস সহায়ক এর চাকরি হয়। ৩ বছরের বেশি সময় ঘড় ভাড়া দিতে না পাড়লেও নির্বাচনে জয়ের পর যেন আলাদিনের চেরাগ পেয়ে যান বজলু। ১০ লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়ে দেয়, শ্রমিক ইউনিয়নে নির্বাচন করে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে। নির্বাচনের পরে ছোট মেয়ের বিয়েতে প্রায় ৭ লক্ষ টাকা খরচ করেন। সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রভাব দেখিয়ে ৪২ মাস ধরে শ্রমিকদের কোন হিসাব দেয়নি বজলু । দৌলতপুর থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও বজলু রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা যায়, সহ-সাধারণ সম্পাদক সাগর মিয়া মধ্যডাঙ্গা প্রাইমারি স্কুলের পশ্চিমপাশে একটি জমি ক্রয় করে যার বর্তমান মুল্য ৩৯ লক্ষ টাকা । কুয়েটের পাশে ১০ শতক জমি রয়েছে, ৫ টি সিএনজি, তার মেয়ে সোনালী এন্টার প্রাইজ এর নামে আছে যার বর্তমান মুল্য ২০ লক্ষ টাকা , মেসার্স রেলিগেট জয়েন্ট ট্রান্সপোর্ট এর দুস্থঃ অসহায় পঙ্গু, শ্রমিকদের টাকা আতœসাৎ এর অভিযোগ রয়েছে সাগর এর বিরুদ্ধে । শ্রমিকরা অভিযোগ করে বলেন বর্তমান সহ সাধারন সম্পাদক সাগর মিয়া নিজেকে বিএনপি নেতা দাবি করে বজলু হাওলাদারকে সাথে নিয়ে শ্রমিকদের হিসাব না দিয়ে ব্যাপক প্রভাব খাটানোর পায়তারা করছে। এ বিষয়ে জানতে বজলু হাওলাদার এর মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের সকল অনিয়ম ও দূর্নীতি প্রকাশ করে দূর্ণীতিবাজ অভিযুক্ত সভাপতি বজলু হাওলাদার এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ সাগর মিয়ার বিরুদ্ধে অতি দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।