স্থানীয় সংবাদ

‘অগ্রপথিক সাচিয়াদহ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ধর্ম শিক্ষালয় প্রতিষ্ঠা

আত্মচরিত্র ও জীবন দর্শন গঠনে

খবর বিজ্ঞপ্তি ঃ সনাতনী শিশু-কিশোরদের আত্মচরিত্র ও জীবন দর্শন গঠনের ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শারদীয় মহাষ্টমী ও মহানবমী তিথিতে ধর্ম শিক্ষালয় প্রতিষ্ঠা করেছে। এ উপলক্ষে শিক্ষক ও শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ (শ্রীমদভগবদ গীতা, রামায়ন, মহাভারত, ভগবত পুরাণ ও খাতা-কলম) সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গত (১১ অক্টোবর ২০২৪ খ্রি:) সনাতন ধর্মীয় ভাব-পারম্পর্য, রীতিনীতি ও ধ্যান-ধারণা শিক্ষা ও সংস্কৃতির আলোকে শিশু-কিশোরদের মানসিক উন্নয়ন ও বিকাশ রুপায়ন কেন্দ্র প্রতিষ্ঠা হয়। সাচিয়াদহ সর্বজনীন কালী বাড়ি প্রাঙ্গণে ধর্ম শিক্ষালয়ের শিক্ষা গুরু শ্রী দিলীপ বাছাড় এবং শ্রীমতী তনুশ্রী টিকাদার সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাবু টিংকা বালা (ইউপি মেম্বর), বাবু চিন্ময় কুমার বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং বাবু সুব্রত ঘরামী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শ্রীমান মিলন টিকাদার বলেন, “অগ্রপথিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত গ্রামাঞ্চলের সমগ্র জনগোষ্ঠির আত্মচরিত্র ও জীবন দর্শন গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টাকে পাওয়া যায়। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একটি আদর্শ। এই লক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে ‘অগ্রপথিক সাচিয়াদহ’ আলোরণ সৃষ্টি করেছে।” অগ্রপথিক সাচিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভবিষতেও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও কার্যধারা আরো ত্বরান্বিত হবে এবং দেশ সেবামূলক কর্মের মাধ্যমে এলাকায় গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতোপূর্বেও বিভিন্নভাবে ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনের পক্ষে অত্র এলাকার অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকা- যেমন-শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, শিশু-কিশোরদের সুস্বাস্থ্য রক্ষার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প, তরুণদের মাদক থেকে দুরে রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা, বনার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্কুল কেন্দ্রিক ফলোজ, বনোজ, ঔষধি বৃক্ষ রোপন, করোনা কালে অসচ্ছল পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া, বিশ্ব শান্তির জন্য কালীবাড়ি প্রর্থনা সভা, করোনা ও ডেঙ্গু বিষয়ক প্রচারণা, মাইকিং, লিপলেট বিতরণ ও ব্যনারের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা। এছাড়াও, কামারোল সার্বজনীন মহাশ্মাশানের নিরাপত্তা উন্নয়নকল্পে ১০০ সুপারি গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন সাচিয়াদহ গ্রামের ২১ জন তরুণ যুবকদের উদ্যেগে গঠিত হয়েছে। উক্ত সংগঠনের সদস্যদের মাধ্যমে এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে। উল্লেখ্য “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. লিটন বিশ্বাস, ইউনিভর্সিটি অব গ্লোস্টারশায়ার এর গেস্ট লেকচারার, ইংল্যান্ড; সভাপতি মিলন টিকাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সাব-ইন্সপেক্টর; সাধারণ সম্পাদক উত্তম কুমার ঢালী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক; উপদেষ্টা পরিষদের সদস্য নবেন্দু বিশ্বাস, ঔষধ ব্যবসায়ী; রাজীব টিকাদার, ব্রাক ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম); কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস, চরকুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক; সহ-সাধারণ সম্পাদক সৌরভ বিশ্বাস, চায়না কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; সাংগঠনিক সম্পাদক ডাঃ অপূর্ব বিশ্বাস, সুরক্ষা হাসপাতাল এর এসএসিএমও; কার্যনির্বাহী সদস্য বিকাশ মন্ডল, দাঁড়িয়ালা মাধ্যমিক স্কুল এর গণিত শিক্ষক ও লিপ্টন বিশ্বাস, বসুন্ধরা ফুড এবং বেভারেজ এর জোনাল সেলস্ ইনচার্জ, এছাড়াও সংগঠনের সাথে যুক্ত আছে নিশিকান্ত বিশ্বাস, প্রশান্ত বালা, নবজিৎ বিশ্বাস, নিতিশ বিশ্বাস, শোভন টিকাদার, অনিন্দ বিশ্বাস, প্রিন্স সরকার, রাজেশ বিশ্বাস, সৌর্য বিশ্বাস ও রুদ্র বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button