স্থানীয় সংবাদ
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে টিম লিডার আব্দুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূমি অফিসের নাজির মোঃ শাহিনুর ইসলাম, সহকারী সার্টিফিকেট অফিসার মোস্তাফিজুর রহমান, এম এম সাহেব আলী, খোরশেদ আলম, ইউপি সদস্য ইয়াকুব আলী আকু প্রমুখ।