স্থানীয় সংবাদ
পাইকগাছার ৪ মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার ৪ মিষ্টি ব্যবসায়ী কে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলার আগড়ঘাটা বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিপণন এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিষ্টি ব্যবসায়ী আইয়ুব মালীকে ৫ হাজার, মিজানুর রহমান ৩ হাজার, মিনাজ মালীকে ২ হাজার ও সোহরাব হোসেন কে ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল এবং পেশকার মোহাম্মদ ইব্রাহিম।