আশাশুনিতে জামায়াতে ইসলামীর উপজেলা দায়িত্বশীল বৈঠক

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা জামায়াতের উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর, সাবেক চেয়ারম্যান ও উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী, শাহ অহিদুজ্জামান শাহীন, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ আনোয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি-সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ, ওলামা বিভাগ এবং মহিলা জামায়াতের উপজেলা ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটানীবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, মূল সংগঠন ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।