স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় ভ্যান শ্রমিক সাকিব হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের জ্যেষ্ঠ প্ত্রু ভ্যান চালক সাকিব শেখ (১৭) হত্যার ধৃত আসামী জনি শেখ ও আসাদুল শেখের ফাঁসির দাবীতে স্থানীয় পথেরবাজার বটতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও গ্রামবাসীর প্রয়োজনে সাকিব হত্যার সাথে জড়িত জনি শেখ ও আছাদুল শেখের ফাঁসি চাই, ফাঁসি চাই। এ শ্লোগানে আকাশ বাতাস মুখোরিত এ বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোল্লা মাহমুদুর রহমান মিঠু। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্তানহারা পিতা মোঃ কামাল শেখ। উক্ত মানববন্ধনে একাতœতা প্রকাশ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক মুনিবুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক, দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেনহাটি ইউপি সদস্য আসাদুজ্জামান, ছাত্রদল নেতা আতিকুজ্জামান অপু, আবিদ আজাদ, আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান, আসাদুজ্জামান খামারী, মোহাম্মদ আলী মিন্টু, খান মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আব্দুল কাদের জনি, সেনহাটি ইউপি সদস্য রিপন মোড়ল, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, পথেরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ডালিম। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন, বি এম আতিকুল ইসলাম, আসাদুজ্জামান, রিপন হোসেন, রেজাউল করিম রেজা, লিয়াকত হোসেন লিকু, আঃ হালিম, মোল্যা সেলিম, সামসুর রহমান সাম, আঃ রাজ্জাক, মনির হোসেন, আকুবর, মহিদুল, আকিজ, আকো, জাবের, কওসার, আবুল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন পরবর্তী সাংবাদিকগণ নিহত সাকিবের বাড়ি উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সকল স্বজনের সাকিবের অকাল জীবনাবসানে শোকে মুহ্যমান ছিলেন। সাকিবের পিতা কামাল শেখ, মাতা মঞ্জু বেগম এ সময় সাংবাদিকদের জানান আমরা আমাদের হারানো সম্পদ আর ফিরে পাবো না। কিন্তু খুনিরা আমার পুত্র সাকিকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আমরা চাই আমাদের পুত্রের ঘাতকদেরও ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। নিহত সাকিবের পরবারের সদস্যরা সাকিব হত্যার সাথে জড়িত সকল আাসামীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button