স্থানীয় সংবাদ

গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আইআরভির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তিঃ ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু অভিঘাত; প্রেক্ষিত নারীর খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির কার্যকরী সদস্য শেখ আব্দুল গনির সভাপতিত্বে পূর্নলক্ষী গোলদার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো মাহাবুবুর রহমান লিটন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সালমা বেগম। এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন সুচিত্রা দাস, খাদিজা খাতুন, মিতালি রানী, সীমা দেসহ আরো অনেকে । আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে। নারীদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। গ্রামীন নারীদের উন্নয়নের সাথে সাথে তাদের অর্থনৈতিক উন্নয়ন কে ও ত্বরানিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button