ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী ঃ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির চতুর্থ সভা গতকাল বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় সভাপতি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প
নেই। ডেঙ্গু পরি¯ি’তি জটিল আকার ধারন করেছে। খুলনা শহর একটি আদর্শ হেলথ
সিটি। সুতরাং বর্তমান ডেঙ্গু পরি¯ি’তিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে। সভায় প্রধান বজ্যর্ ব্যবস্থপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামের আওতায় মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দুই শিফটে কাজ করা হচ্ছে। প্রথম শিফটে লার্ভিসাইড বা কালো তেলের যে কোন একটি স্প্রে করা হয় এবং বিকালে এ্যাডাল্টিসাইড ফগিং করা হয়। এ কাজে ৫৬টি ফগার মেশিন ও ৪৭টি হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে এছাড়া বিভিন্ন ডোবা, নালার আবর্জনা ও ড্রেনের পেড়ীকাদা অপসারণ করা হচ্ছে। সভায় দোলখোলা এবং রায়পাড়া এলাকা দুইটিকে ডেঙ্গু হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়। এ এলাকা দু’টিসহ সিটি কর্পোরেশনের জনবহুল স্থান সমূহে মাইকিংসহ অন্যান্য প্রচার কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান স্বা¯’্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।