যশোরে ইজিবাইকের ধাক্কায় রিকশা চালক নিহত
যশোর ব্যুরো ঃ যশোর শহরের রেলগেট এলাকায় ইজিবাইকের ধাক্কায় মুছা হোসেন (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। বুধবার ১৬ অক্টোবর দুপুর ১ টার দিকে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশা চালক যশোরের মনিরামপুর উপজেলার জয়রামপুর গ্রামের জয়নাল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বোন রেশমা জানায়, নিহত মুসা একজন রিকশাচালক। প্রতিদিনের মতো বুধবার সে বাড়ি থেকে রিকশা নিয়ে যশোরের দিকে আসে।
দুপুর আনুমানিক ১টার দিকে, রেলগেট এলাকায় পিছন থেকে তার রিকশাকে অজ্ঞাত পরিচয় ইজিবাইক ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় রিকশা চালক মুছা সিটকে পড়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়। এতে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত মুছাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার সময় মারা যায়।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।