স্থানীয় সংবাদ

ফুলতলা প্রেসক্লাবের শোক

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ অবসরপ্রাপ্ত সচিব মোঃ আঃ হান্নান এর ভাবী মরিয়ম বেগম (৮০) বুধবার সকাল ৯টায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৬ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল আসর বাদ ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন অবসরপ্রাপ্ত সচিব মোঃ আঃ হান্নান, সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ সরদার, জামায়াত ইসলামের খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আযম হাদী, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, খুলনা সিটি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, শিল্পপতি শেখ শফিয়ার রহমান, ব্যবসায়ী খাঁন সুলতান আহম্মেদ, আঃ গণি, আবু তালেব মোল্যা, সাবে ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা প্রমুখ। তার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক গৌর হরি দাসসহ সকল নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button