জাতীয় সংবাদ

ট্রাইব্যুনালে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বাধা : সাংবাদিকদের প্রতিবাদ

প্রবাহ রিপোর্ট : জুলাই-আগস্টের গণহত্যার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে মোবাইল ফোনসহ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীরা। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হলে সাংবাদিকরা মোবাইল ফোনসহ ট্রাইব্যুনালে প্রবেশ করতে যান। এ সময় গেটের সামনে দায়িত্বরত কর্মীরা বলেন, মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন রেখে ভেতরে যেতে হবে। উপস্থিত গণমাধ্যম কর্মীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ বিষয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মোবাইল ফোন নিয়ে আমাদের প্রবেশের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনালেও আমরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের সুযোগ চাই। শেখ হাসিনা সরকারের আমলের ট্রাইব্যুনালে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে নিষেধাজ্ঞার নিয়ম এ সময়ে প্রত্যাহার চাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button