স্থানীয় সংবাদ

তরুণদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছে পাথ বিডি

খবর বিজ্ঞপ্তি ঃ তরুণদের সাংবাদিকতা পেশায় উদ্বুদ্ধকরণ এবং প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সক্ষম করে তুলতে দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে চধঃয ইধহমষধফবংয. গতকাল শুক্রবার সকালে নগরীর নিরালায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুলহক শাওন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে ও রাষ্ট্র সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে সচেতন ওঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে জীবন উৎসর্গকারী হাজারো তরুণের আকাঙ্খা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়াযা বেনা। তথ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীদিনের গণমাধ্যমকে প্রকৃত অর্থে রাষ্ট্রেরচতুর্থ স্তম্ভে পরিণত করতে হবে। পাথ বাংলাদেশের চিফ অপারেশন অফিসার এস এম শহিদুল্লাহ জ্যাকির সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার ও দৈনিক সংগ্রামের ব্যূরো প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং খুলনা ইউনেস্কো ক্লাবের সভাপতি নুরুল ইমাম খান মিঠু। বক্তব্য রাখেন পাথ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শিহাব মঈন সৌরভ, চিফ প্রোগ্রাম অফিসার ফারদিনা ইসলাম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট খন্দকার শামীম, কর্মকর্তাবৃন্দ আরাফাত হাবিব আকাশ, মোহাম্মদ সালেক ইমাম জিলানী ও তাওফিকুর রহমান।
প্রশিক্ষণের প্রথমদিনে গণমাধ্যম সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করেন এহতেশামুলহক শাওন। সংবাদেরসংগা, সংবাদ সংগ্রহ ও লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা। দিনের দ্বিতীয়ার্ধে গণমাধ্যমের ভাষা, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদ সম্পাদনা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পদক প্রাপ্ত দৈনিক কালের কন্ঠ’র ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। দুইদিনের প্রশিক্ষণে বিভিন œবিশ^বিদ্যালয় ও কলেজে ¯œাতক পর্যায়ে পড়–য়া ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন। শনিবার বিকেলে প্রশিক্ষণ শেষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালুমিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button