স্থানীয় সংবাদ
ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী

খবর বিজ্ঞপ্তিঃ গত ১৫ অক্টোবর মঙ্গলবার সাধারণ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলার বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ হাসানকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। কিছু দুস্কৃতিকারী নাহিদ হাসানকে শারীরিক লাঞ্ছিত করে কল্পিত অভিযোগ করে হেনস্থা করার জন্য এ মামলা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ-এর সহ-সভাপতি সবুজ হোসেন দুর্জয় ও সাধারণ সম্পাদক সুদীপ্ত ম-ল এবং মহানগর কমিটির আহ্বায়ক শান্তা নিবেদিতা, তনুশ্রী তনুসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনতি বিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছাত্রনেতা নাহিদ হাসানের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেন।