স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় দোকান ভাঙ্গচুর ও মালামাল ক্ষতিসাধন : আটক ৬

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার পথেরবাজারে জমিজমা নিয়ে পূর্ব কলহের জের ধরে দোকানে হামলা, ভাঙ্গচুর ও দোকানের মালামালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। নৌবাহিনীর টহল টিমের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী নিবাসী এস এম সাহিদুর রহমানের পুত্র মোঃ আঃ আহাদ শেখ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গ্রেফতারকৃতদের নৌবাহিনী দিঘলিয়া থানায় হস্তান্তর করেছে। দিঘলিয়া থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে জমি জমার পূর্ব কলহের জের ধরে আঃ ওহাব শেখ, জুয়েল শেখ ও সোহাগ শেখের নেতৃত্বে ৪০/৫০ জন দেশি অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, শাবল ও লাঠিসোটা নিয়ে ১০ টি দোকান ভাঙ্গচুর ও দোকানের মালামালের ক্ষয়ক্ষতি চালায়। এ সময় দোকান মালিকগণ বাঁধা দিতে গেলে তাদেরকে গালাগালি করে। এ সময় দোকানদারগণ গালাগালি করতে নিষেধ করলে আগন্তুকেরা মারতে উদ্ধত হয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলো (১) আঃ ওহাব শেখ (৬০), (২) জুয়েল শেখ (৩৩), (৩) সেলিম শেখ (২৬), (৪) সোহাগ শেখ (৩৫), (৫) কবির শেখ (২২) ও (৬) এনামুল শেখ (৪০)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button