স্থানীয় সংবাদ

খুলনা নগরীতে ১০৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীতে ১০৬ লিটার চোলাই মদসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে কেএমপি’র বিশেষ অভিযান পরিচালনা করছে। শনিবার রাতে খুলনা সদর থানাধীন বার্মাশীল এলাকা হতে অভিযান চালিয়ে খালিশপুর ৩নং ক্যাম্প এলাকার মৃত ছাগীর খানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫), তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের মৃত বুলু দফাদারের ছেলে মাসুদ শেখ (৪৫), একই উপজেলার নাচুনিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাক তরফদারের ছেলে মাজহারুল ইসলাম (৪৪), লবণচরা সুইচগেট এলাকার মোঃ সেলিম হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের মৃত আনছার শেখের ছেলে মানিক শেখ (২৪) কে আটক করা হয়। এ সময় ১০০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে দৌলতপুর থানা পুলিশ ১৯ অক্টোবর রাত্রে দৌলতপুর থানাধীন ট্রেডস্কুল পুলিশ ফাঁড়ী মোড় হতে মোঃ সুজন শিকদার(৩৩) নামের এক মাদক কারবারীকে ৬ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে। সে দিঘলিয়ার সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের বাসিন্দা মৃত: সামাদ শিকদারের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button