দিঘলিয়ায় চাচাতো ভাইয়ের জমি জবর দখলে নেওয়া টিটনের অপরাধ জগতের রহস্য ফাঁস
সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা ঃ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মোঃ হারুন খানের পুত্র টিটন খান। সে তারই চাচাতো ভাই মোঃ তৈমুর রহমান খানের পুত্র আব্দুর রহিম খানের জমি জবর দখলে নিয়ে দোকানপাট ও বহুতল ভবন করেছে। আর এ সকল কিছু সফল করেছে আওয়ামী লীগ আমলে পর্দার আড়ালে থেকে ব্যাংক ডাকাতিসহ নানা অপরাধ জগতের অর্জিত টাকার জোরে এমনটাই জানা গেছে।
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রাম ও আশপাশের সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মোঃ হারুন খানের পুত্র মোঃ টিটন খান একজন আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ জগতের সদস্য। দেশের বিভিন্ন থানায় বিভিন্ন জায়গার ব্যাংক ডাকাতিসহ নানা ধরণের অপরাধের অর্ধশত মামলা রয়েছে তার বিরুদ্ধে। নড়াইল জেলার বড়দিয়া বাজারে ব্যাংক ডাকাতি, যশোরে ব্যাংক ডাকাতি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক ডাকাতিসহ অনেক মামলার আসামী এই টিটন। জাল টাকা চক্রের অন্যতম একজন সদস্য বলে জানা যায়। এ টিটন নানা অপরাধ জগতের অর্জিত টাকার জোরে পর্দার আড়ালে থাকা আওয়ামী পৃষ্ঠপোষকদের হাত করে শরিকের জায়গা দখলে নিয়ে জবরদখলভাবে রাস্তার পাশে দোকানপাটসহ বহুতল ভবন নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে বিদেশের মাটিতেও নানা লোমহর্ষক ঘটনা ঘটানোর অভিযোগ করেছে এলাকাবাসী।